আমার দেখা প্রথম ক্রিকেট বিশ্বমঞ্চের ফাইনাল খেলা-১৯৯২ 
পাকিস্তান বনাম ইংল্যান্ড 

১৯৯২ থেকে ২০২২ দীর্ঘ ৩০ বছর পর  আবারো বিশ্ব ক্রিকেট মঞ্চের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে সেই একই প্রতিপক্ষ পাকিস্তান বনাম ইংল্যান্ড । ভেন্যুটি ছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (MCG)এবারো একই ভেন্যু তে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনেকটাই কাকতালীয়। 

১৯৯২ সালে ICC দ্বারা আয়োজিত পঞ্চম ক্রিকেট আসর ছিল। সেইবারই  ICC প্রথম  রঙিন পোশাক এর ক্রিকেট চালু করে। সেইবার অংশগ্রহণ দল ছিল মোট  টি।  মোট ম্যাচ অনুষ্ঠিত হয় ৩৯টি। 

১৯৯২ সালে পাকিস্তান দল  ইমরান খান এর অধিনায়কত্বে  বিশ্ব কাপ এর প্রথম স্বাদ গ্রহণ করেন অপর দিকে গ্রাহাম গুচ এর অধিনায়কত্বে রানার্সআপ হন ইংল্যান্ড ক্রিকেট দল । 

পাকিস্তান দল  এর সাথে সবসময় আনপ্রেডিক্টবল শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। ১৯৯২ সালে পাকিস্তান এর শুরুটি মোটেও ভালো ছিল ন।  পাকিস্তানের অধিনায়ক ইমরান খান প্রথম দিকে বেশ কিছু ম্যাচ এ  অনুপস্থিত ছিল।অধিনায়ক ইমরান খান দলে  যোগ দেওয়ার পর পাকিস্তান দল নাটকীয় ভাবে সেরা পারফরমেন্স করতে থাকে সেই সময় পাকিস্তান সেমিইনালে যাওয়াটাও  ছিল একটি ম্যাচ এর রেজাল্ট এর উপর নির্ভরশীল  শেষ পর্যন্ত  ভাগ্যর বিশেষ সহায়তায় তারা সেমিইনালে এ পৌঁছায় এবং সেই সময়ের তুখোড় দল Martin Crowe এর নিউজিল্যান্ড দল কে পরাজিত করে তারা ফাইনাল এ পৌঁছায়।  অন্যদিকে Graham Gooch এর  ইংল্যাড ক্রিকেট দল ও  বৃষ্টি বিঘ্নিত ম্যাচ এ Duck worth lewis সিস্টেম বিশ্বকাপ এ চোকার খ্যাত ২২ বছর পর সকল প্রকার নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথম খেলতে আসা Kepler Wessels এর সাউথ আফ্রিকা পরাজিত করে ফাইনাল এ পৌঁছায়।  

ফাইনাল  ম্যাচ টি অনুষ্টিত   হয় ২৫ শে মার্চ, ১৯৯২ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (MCG)।  পাকিস্তান দল  টস এ জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেই ২৪৯ রান সংগ্রহ করে জবাবে ইংল্যান্ড দল  ব্যাট করতে নেমে ২২৭ রান এ অল আউট হয় এবং পাকিস্তান দল ২২ রান এ জয়লাভ করে।  পাকিস্তান এর হয়ে সর্বোচ্চ রান করে অধিনায়ক ইমরান খান আর উইকেট শিকার করে ওয়াসিম আকরাম । সেই ফাইনাল এ পাকিস্তান দল এর ইমরান খান এর ব্যাটিং আর ওয়াসিম বোলিং এর বিশেষ অবদানেই জয়লাভ করে। ওয়াসিম আকরাম এর  দুইটা ম্যাজিক ডেলিভারি তে ল্যাম্ব আর লুইস এর বিদায়ে পাকিস্তান বিজয়ের রচনা শুরু হয়।  বিশ্ব জয়ের পরেই পাকিস্তান অধিনায়ক সকল প্রকার ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন।

আবারও সেই ফাইনালের পুনারাবৃত্তি আবারো একটি জমজমাট ম্যাচ এর প্রতীক্ষায় হাজারো ক্রিকেট প্রেমী কার হাতে উঠবে এইবার ক্রিকেট ছোট সংস্করণ এর এই ফাইনাল ম্যাচ এর বিশ্ব মুকুট এর ট্রফি।  পাকিস্তান এইবার সেমিফাইনাল এ উঠে ঠিক একইভাবে ভাগ্যের সহায়তায় আর অসাধারণ নৈপূর্ণ  দেখিয়ে সেমিফাইনাল এ  নিউজিল্যান্ড ক্রিকেট দলকে হারিয়ে ফাইনাল এ উত্তীর্ণ হয়  আর  অন্যদিকে একটু আলাদা এইবার ইংল্যান্ড দল ভারত কে হারিয়ে ফাইনাল এর দ্বিতীয় দল হিসাবে লড়বে ফাইনালে পাকিস্তান এর বিপক্ষে।