পারিবারিক বন্ধন থাকুক অটুট



সাধারণত বাবা, মা, সন্তান সন্ততি নিয়ে  একটি পরিবার গঠন হয়। আমাদের সমাজে দুই প্রকার  পরিবার বিরাজমান  একক পরিবার আর একটি যৌথ পরিবার। যৌথ পরিবার যা এখন বিলুপ্তির পথে যা একেবারে নেই বললেই চলে।  একক পরিবার টি মুলুত সমাজে এখন বিদ্যমান।  

পরিবার গঠন ও তার গুরুত্ব আমাদের সকলের জানা উচিত।একটি পরিবারই পারে একটি সন্তান কে  সুস্থ স্বাভাবিক বেড়ে উঠতে সাহায্য করতে তাই আপনার সন্তানের সুন্দর ভবিষৎ ও সুস্থ মানসিকতাই  বেড়ে তুলতে হলে অবশ্যই আমাদের নিজ নিজ পরিবার এর প্রতি সচেতন হওয়া উচিত এখনই -

বর্তমান পারিবারিক বৃশৃংখলার  মূল কারণ হচ্ছে পারিবারিক দুরুত্ব একে উপরের সাথে থেকেই একই পরিবারে কোনো  ধরণের যোগাযোগ রক্ষা না করা ।  

আমরা নিজেদের এই ব্যাস্ত দুনিয়ায় এতো ব্যাস্ত করে ফেলেছি যে আমরা প্রাত্যহিক জীবনে কিছু সময় কিছু মুহূর্ত পরিবারের সাথেই কাটাই না যা যা দিন পারিবারিক ঐক্য তে একটা ব্যাবধান তৈরী করছে।  

পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য প্রত্যেক পরিবার প্রধান কে  তার প্রাত্যহিক জীবন থেকে সময় বের পরিবারের করে  সাথে  কাটানো উচিত।  সপ্তাহে ছুটির দিনে ঘুরতে বেড়ানো কোন সুস্থ মুভি দেখা যা বা বিভিন্ন সুস্থ বিষয়ে  গল্প গুজব করা যা আপনাকে আপনার পরিবারের সাথে ঐক্য গড়ে তুলতে অনেক সহায়ত করবে ।  

আসুন আমরা  আমাদের সকলের সুন্দর পরিবার গড়ে তুলি।  পারিবারিক বন্ধন অটুট রাখি।