খেলাধুলা ও মানসিক বিকাশ 



শিশুদের মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা অনেক।আজকাল শিশুরা  খেলাধুলা থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ছে,যা শিশুর মানসিক বিকাশের জন্য হুমকিস্বরূপ। একটু শিশুর সুন্দর ভবিষৎ ও সুস্থভাবে বেড়ে উঠার জন্য খেলাধুলার বিকল্প নাই।

বর্তমানে  আমাদের শিশুরা অতিরুক্ত মাত্রায় আধুনিকতা  ও প্রযুক্তি নির্ভরশীল হয়ে উঠছে। যা শিশুদের প্রযুক্তিতেগতভাবে সমৃদ্ধশালী করে তুললেও  সুস্থ মানসিক বিকাশ থেকে অনেকটাই দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের বর্তমান শিশুরা তাদের মূল্যবান সময়গুলো অধিকংশ সময় মোবাইল,কম্পিউটার অথবা টিভিতে অপচয় করছে। যার ফলে আমাদের শিশুরা বাহিরের পরিবেশের সাথে ও মাঠের খেলাধুলা থেকে সম্পূর্ণভাবেই  দূরে সরে যাচ্ছে। 

খেলাধুলার মাধ্যমে যে সকলভাবে আমাদের শিশুরা  উপকৃত হবে নিয়মিত খেলাধুলার ফলে শিশু শাররীক ও মানসিক  ভাবে অনেক স্বতঃস্ফূর্ত থাকবে।দৌড়-ঝাঁপ করার ফলে শরীর থেকে অনেক ঘাম অনেক ক্যালোরি নষ্ট হয় যার ফলে বাচ্চাদের সঠিক সময় ক্ষুদা লাগে এবং সুন্দর  ঘুমও হয়। 

খেলাধুলা শিশুর সামাজিক জীবনেও ব্যাপক প্রভাব ফেলে।  সমাজের মানুষের সাথে পরিচিতি ও মানুষের সাথে হৃদ্দতপূর্ণ  সম্পর্ক গড়ে তুলতেও খেলাধুলার বিকল্প নাই। মানুষের সাথে যে মিশার প্রবণতা শিশুদের খেলাধুলার মাধ্যমে গড়ে উঠে। শিশুরা অনুকরণীয় তারা বড়দের দেখে শিখে মানুষের সাথে মানুষের যে বন্ধত্বপূর্ণ সম্পর্ক সেটাও খেলাধুলার মাধ্যমে গড়ে উঠে। শিশুর মধ্যে প্রতিযোগিতা ভালো কিছু করার আঙ্খাকাও খেলাধুলার মাধ্যমে আসে। 

তাই শিশুর মানসিক বিকাশে  বাবা মা এর ভূমিকা অনেক গুর্রুতপূর্ণ।  আপনার সন্তান কে  নিয়মিত একঘন্টা হলেও সময় দিন তাকে মাঠে খেলার ব্যবস্থা করে দিন। শিশু কে খেলাধুলা করার ব্যাপারে  অনুপ্রেরণা দিন এবং  খেলাধুলার উপকৃত দিকগুলো তুলে ধরুন।  আগামী দিনের শিশুর সুন্দর ভবিষৎ এর জন্য সকল অবিভাবক কে এগিয়ে আসতে হবে । "আজকের শিশু আগামী দিনের  ভবিষৎ" আজকের আপনার  ভবিষৎ প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তুলুন।