সময় যেন এক নদীর স্রোতধারা 

মানুষের  জীবনে অনেক গুরুত্বপূর্ণ এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ হলো সময়ের মূল্য। একটি মানুষ হয়তো বা ৬০/৭০  অথবা ১০০ বছর পর্যন্ত  বাঁচে, যে সময় মানুষ এর জীবন থেকে একবার অতিবাহিত হয়ে যাই তা কিন্তু আর কখনো ফিরে আসে না।  আধুনিকতায় বা প্রযুক্তিতে পৃথিবী অনেক এগিয়ে গেলেও এখনো এমন কোনো জিনিস বা  (Time Machine) আমাদের আধুনিক বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারিনি যার মাধ্যমে মানুষ অতীতে ফিরে যেতে পারে বা সময় ধরে রাখতে পারে।

মানুষের এক জীবনে অনেক রূপ শৈশব, কৈশোর , তরুণ ,যৌবন  আর বার্ধক্য তেমনি মানুষের জীবনে যৌবন একটি অনেক গুরুত্বপূর্ণ  অধ্যায়।যৌবনে অনেক কিছু অর্জন করা যাই আর বার্ধক্যে বয়সের ভারে  জরাজীর্ন হয়ে পরে। 

"Time is short art is long"  তাইতো মহান আল্লাহতালা পবিত্র কোরআন শরীফে সময়ের কসম খেয়েছেন।  সময়ের মূল্য কে অনুধাবন করার জন্য মানবজাতিকে সাবধান করেছেন।  

তাইতো বিখ্যাত কবি জিওফ্রে চসার (Geoffrey Chaucer) বলেছেন"Time & tide wait for none"   সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। ডঃ টমাস ফুলার  (Dr. Thomas Fuller) বলেছেন সময়ের এক ফোর অসময়ের দশ ফোর "A stitch in time saves nine"সকল জ্ঞানী ব্যাক্তিরা জীবনে সময় কে অধিক গুরুত্ব দিয়েই সফলতা অর্জন করেছে । 

একটি জনপ্রিয় প্রবাদ আছে "An idle mind is the devil's workshop"এর মাধ্যমে আমাদের শেখায় একটি অলস মন হলো শয়তানের কারখানা। যখন মানুষ অলসতা দ্বারা পরাজিত হয় তখন মানুষের মনে খারাপ চিন্তা ভাবনা আসে তখনি এটি শয়তানের জন্য খারাপ কাজ করার উপযুক্ত জায়গা হয়ে ওঠে।

যৌবন হচ্ছে মানুষের জীবনে বসন্তকাল।  মহান আল্লাহতালা কোরআনে যৌবনের হিসাব নিবেন বলে সাবধান করেছেন।  চিন্তাশীলদের জন্য এইখানে অনেক জ্ঞানে এর  বিষয় রহিয়াছে।  যে সকল মানুষ সময় অবহেলায় নষ্ট করেছে বৃদ্ধকালে তাহাদের অনুতাপ ছাড়া কিছু করার থাকবে না এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে থাকিবে।  তাই সময় থাকতেই সকল কে সাবধান ও সময়ের যথাযথ ব্যবহার করাটাই শ্রেয়।