আমার চোখে একজন  বাবা

বাবা অনেক ছোট শুনতে হলেও কিন্তু তার গুর্রুত্ব অপরিসীম। পারিবারিক জীবনে তো বটেই সমানভাবে একটি সন্তানের জীবনেও। আল্লাহতালার  অশেষ রহমতে আমি খুব কাছ থেকেই  আমি আমার বাবাকে দেখে আসছি এখনো এবং আমি নিজেও একজন সন্তানের বাবা তাই নিজের কিছু উপলব্ধি আর  বাবা হবার অভীজ্ঞতা থেকেই  কিছু কথা লিখব। 

আমার চোখে বাবা: বাবা  যে  একজনের সন্তানের প্রথম আদর্শ । একজন সন্তান কিনা তার জীবনের সকল ভালো মন্দ শিখে থাকে তার বাবার মাধ্যম।  জীবনের প্রথম স্কুল চলা প্রথম মাঠে খেলতে যাওয়া সকল কিছু যেন তার হাত ধরে।  তাইতো অনেক সঙ্গীত শিল্পী ও বাবা দের নিয়ে লিখেছে অনেক গান।  "আঙ্গুল এ আঙ্গুল ধরে শিকালে  জীবনের প্রথম চলা নিজে না খেয়ে আমায় খাওয়ালে শিখলে কথা বলা"। জীবনে যখন খুব একা অনুভব করতাম তখন বাবা কে দেখলেই যেন একটি প্রশান্তি একটি উদ্দীপনা পেতাম।  আমার চোখে সকল বাবারা একজন হিরো তাই সকল বাবারা ভালো থাকুক।